নগরীতে অপারেশন ডেভিল হান্টসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২০

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২০ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৮ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ৭ জন, ওয়ারেন্টভুক্ত ৭ জন এবং অন্যান্য অপরাধে ৪ জন।

আরও পড়ুনঃ   নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৪

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন: মো: শফিকুল ইসলাম ওরফে শফিক (৪৭) ও মো: শহিদুল ইসলাম (৩৫)।

শফিকুল ইসলাম মতিহার থানার ধরমপুর এলাকার মৃত শাহাদুল ওরফে সাহাজুদ্দিনের ছেলে। সে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক কার্য নির্বাহী সদস্য ও আওয়ামীলীগ কর্মী শহিদুল ইসলাম রাজশাহী মহানগরীর কর্ণহার থানার বাঘচাপা এলাকার মো: আব্দুস সোবহানের ছেলে।

আরও পড়ুনঃ   নগরীতে অপারেশন ডেভিল হান্টে ৪ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৬

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।-খবর বিজ্ঞপ্তি