রাজশাহীতে অটোরিকশাকে বাসের চাপা: নিহত ২

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দিয়ে চলে গেছে একটি যাত্রীবাহী বাস। এতে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে রাজশাহী গামী গ্রামীন ট্রাভেলস এর সাথে (গোদাগাড়ী) গামী ব্যাটারি চালিত ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ হলে ইজি বাইকের পবা উপজেলার দামকুড়া থানাধীন নতুন কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর হতাহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। এ সময় দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত দুজন হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের তকিবুল ইলামের ছেলে মো. ইব্রাহিম (২৭) ও একই উপজেলার মাটিকাটা গ্রামের রহিম মুন্সির ছেলে মো. মারুফ (২৫)।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

রামেক হাসপাতাল কর্তৃপক্ষ এ দুজনের নাম- পরিচয় নিশ্চিত করেছে। আহত পাঁচজনের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের নাম- পরিচয় জানা গেছে। তারা হলেন- রাজশাহীর পবা উপজেলার ধর্মহাটা গ্রামের রইচ উদ্দিনের ছেলে লিটন মিয়া (৪০) ও গোদাগাড়ী উপজেলার বলিয়াডাইং গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. রাসেল (২৪)। অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে লিটন-ডাবলুসহ ১২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

রাজশাহীর দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, যাত্রীবাহী বাসটি অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়। এরপর সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা এসে ঘটনাস্থলে কাউকে পাইনি। হতাহতের খবর নিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।