সবাইকে দেশের মঙ্গল ও কল্যাণে কাজ করতে হবে : পার্বত্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, মানুষের মঙ্গল ও কল্যাণের জন্যই ধর্ম। সবাইকে দেশের মঙ্গলের জন্য কাজ করতে হবে।

আজ রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে সরস্বতী পূজা উপলক্ষ্যে বাণী অর্চনা অনুষ্ঠানের বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক  উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা এ কথা বলেন।

আরও পড়ুনঃ   মালয়েশিয়া যেতে পারেননি ১৭ হাজার কর্মী, কারণ খুঁজতে কমিটি গঠন

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, যার যার ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার সকলেরই রয়েছে। অন্তর্বর্তীকালীন এ সরকার সকল ধর্মের মানুষকে স্বাধীনভাবে কাজ করার উৎসাহ জুগিয়ে যাচ্ছে। দেশটা আমাদের, এদেশের উন্নয়ন আমরা সকলেই চাই। সরকারের উন্নয়ন কাজে ধর্ম, বর্ণ, গোত্রের সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে। তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা সবার মাঝে জাগ্রত রাখতে হবে। তাহলেই এদেশের পরিবর্তন সম্ভব।

আরও পড়ুনঃ   দেশের জনসংখ্যা ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার

অনুষ্ঠানে মঙ্গলালোক স্মরণিকা উন্মোচন করা হয়। পরে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন এবং জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্যদের নিকট চেক হস্তান্তর করা হয়।