নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মাস ব্যাপী কর্মসূচির প্রতিবাদে পুঠিয়ায় বিক্ষোভ মিছিল

পুঠিয়া প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেব্রুয়ারি মাস ব্যাপী কর্মসূচির প্রতিবাদে যুব কর্মী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ শহীদ মিনার প্রাঙ্গনে ৩ নং বানেশ্বর ইউনিয়ন যুবদলের ৫, ৮ ও ৯ নং ওয়ার্ডের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত যুব কর্মী সমাবেশ শেষে যুবদলের নেতাকর্মীরা লাঠি শোটা নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে প্রতিহত করার জন্য ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ঢাকা রাজশাহী মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।

আরও পড়ুনঃ   পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন

৩ নং বানেশ্বর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং বিড়ালদহ ফাজিল মাদ্রাসার সাবেক ভিপি আহসান হাবীবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন আল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা যুবদল নেতা মিঠুন মোল্লা, পুঠিয়া পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মাহার ফকির, পুঠিয়া পড়ো যুবদলের যুগ্ন আহবায়ক জাকারিয়া হিমেলসহ বিভিন্ন নেতাকর্মী সে সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   নগরীর স্কুলে স্কুলে প্রাণের উচ্ছ্বাস

উক্ত যুব কর্মী সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহমুদুর রহমান সোহেল।