বিয়ে করলেন সারজিস আলম

অনলাইন ডেস্ক : বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (৩১ জানুয়ারি) তিনি বিয়ে করেছেন বলে জানা গেছে।

সারজিস আলমকে অভিনন্দন জানিয়েছেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ একটি ছবি পোস্ট করে লিখেছেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই।

আরও পড়ুনঃ   ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাবিতে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ

আসিফ মাহমুদের পোস্ট করা ছবিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা ফাহফুজ আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে দেখা যায়।

ছবিতে সাদা শেরওয়ানি এবং পাগড়ি পরা অবস্তায় দেখা যায় সারজিসকে। তবে কনে কে? সে সম্পর্কে জানা যায়নি। এমনকি বিয়ের এই আয়োজন তার গ্রামের বাড়ি নাকি ঢাকায় সে সম্পর্কে কিছুই জানা যায়নি।-ইত্তেফাক