মা-মেয়ে যেন সমবয়সী, কাজলকে দেখে বলছেন নেটিজেনরা

অনলাইন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় মেয়ে নাইসা দেবগণের সঙ্গে ছবি শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী কাজল। তারপরই আলোচনা শুরু নেটপাড়ায়। নেটিজেনদের মন্তব্য, কাজল তার মেয়ের চেয়ে অনেক কম বয়সী দেখাচ্ছেন।

গত সপ্তাহে অভিনেত্রী ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেছিলেন। এরপরই নেটদুনিয়ায় সেই ছবি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। মা-মেয়ের প্রশংসায় মেতে ওঠেন ভক্তরা।

ছবিতে মা-মেয়েকে একটি রেস্টুরেন্টে দেখা গেছে। কাজল নাইসার দিকে ঝুঁকে ছিলেন এবং হাতে চপস্টিক ধরেছিলেন। দু’জনই ক্যামেরার সামনে হাসছিলেন।

কাজল কালো পোশাক পরেছিলেন, আর নাইসা ছিলেন সাদাটে পোশাকে। ছবিটি শেয়ার করে কাজল লেখেন, ‘দুই মটর এক পডে অথবা দুই চপস্টিক এক বাক্সে (মটর পড এবং চপস্টিক ইমোজি)।’

আরও পড়ুনঃ   তিন উৎসবে ঢাকাই চলচ্চিত্র ‘দাঁড়কাক’

সেই ছবি দেখে একজন নেটিজেন লিখেছেন, কাজলকে তার মেয়ের থেকেও অনেক তরুণ দেখাচ্ছে। আমি ভেবেছিলাম এটি এআই।’

আরেকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেছেন, ‘কাজল সেরা, তার যেন বয়স আরও কমছে। বোঝা দায় কে মেয়ে আর কে মা!’

১৯৯৯ সালে অভিনেতা অজয় দেবগণকে বিয়ে করেন কাজল। তাদের দুই সন্তান, নাইসা এবং যুগ। বর্তমানে চারজনের সুখের সংসার।

কাজল ও অজয়ের প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৯৫ সালের ‘হুলচুল’ ছবির সেটে। এরপর তারা একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। যেমন ‘গুন্ডারাজ’, ‘ইশক’, ‘দিল কেয়া কারে’, ‘রাজু চাচা’, ‘প্যায়ার তো হোনা হি থা’, ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ইত্যাদি।

আরও পড়ুনঃ   বিয়ের দুই মাসেই সুখবর দিলেন অ্যামি জ্যাকসন

কাজলকে সর্বশেষ ‘দো পট্টি’ ছবিতে দেখা গেছে, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন ‘কৃতি সানন’ এবং ‘শাহীর শেখ’। ছবিটি শাশাঙ্ক চতুর্বেদী পরিচালিত এবং কণিকা ধরন লিখেছেন। বর্তমানে ‘ডু পট্টি’ নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে।

কাজল আগামীতে ‘মহারাণী-কুইন অফ কুইনস’ ছবিতে অভিনয় করবেন, যা ‘চরণ তেজ উপ্পালাপাটি’ পরিচালনা করবেন। এই সিনেমায় ‘নাসিরুদ্দিন শাহ’, ‘প্রভু দেবা’, ‘জিশু সেনগুপ্ত’, ‘আদিত্য সীল’, এবং ‘প্রমোদ পাঠক’ অভিনয় করবেন।