আরএমপি সাইবার ক্রাইম ইউনিট ও আসকের যৌথ উদ্যোগে যৌন হয়রানি প্রতিরোধে সভা

স্টাফ রিপোর্টার : আরএমপি সাইবার ক্রাইম ইউনিট ও আসকের যৌথ উদ্যোগে সাইবার ভিত্তিক যৌন হয়রানি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২৮ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং ব্র্যাকের সমন্বয়ে, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত “অগ্নি প্রকল্প” (AGNEE- Awareness, Actions and Advocacy for Gender-Equal and Safe Spaces for Women and Girls)-এর আওতায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তর কনফারেন্স রুমে সাইবার ক্রাইম ইউনিট ও নারী ও শিশু বিষয়ক কর্মকর্তাদের সাথে “সাইবার ভিত্তিক যৌন হয়রানি এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিকার” বিষয়ক একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ   ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়: আব্দুল আউয়াল মিন্টু

সভার সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সালমা সুলতানা আলম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর পক্ষ থেকে অগ্নি প্রকল্প সমন্বয়কারী আসমা খানম রুবা, হাসিবুল হাসান পল্লব, জেলা ব্যবস্থাপক, জান্নাতুল আনজুম অপি সহ অন্যান্য আসক কর্মীগণ।