আমার আরও সতর্ক থাকা উচিত ছিল : উর্বশী

অনলাইন ডেস্ক : বলিউডের নবার সাইফ আলী খানের উপর হালমার ঘটনায় আতঙ্কে রয়েছে মুম্বাই শহর। এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তারকারা। তবে সাইফকে নিয়ে অভিনেত্রী উর্বশী রাউতেলা যে মন্তব্য করেছে তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা আবার অনেক নেটিজেন বেশ কটাক্ষ করেছেন।

এ ঘটনায় উর্বশী রাউতেলা বলেন, ‘কী উত্তর দিচ্ছি, সেটা নিয়ে সত্যিই আমার আরও সতর্ক থাকা উচিত ছিল। আমাকে এটা মেনে নিতেই হবে, আরও ভেবেচিন্তে উত্তর দেওয়া উচিত ছিল। তার উপর সকাল ৪টার ঘটনা নিয়ে সকাল আটটার সময় আমাকে প্রশ্ন করা হয়। আমি সেই ভাবে কিছুই জানতাম না।’

আরও পড়ুনঃ   পুষ্পা টু’র আয়ে অবিশ্বাস্য রেকর্ড

অভিনেত্রীর কথায়, ‘এটুকুই মনে আছে, সেই দিন ঘুম থেকে ওঠার পরে শুনি, তিনি (সাইফ) আহত হয়েছেন। পুরো ঘটনার গুরুত্ব তখনও জানতাম না। তার সঙ্গে ঠিক কী ঘটে গিয়েছে, আমি তখনও জেনেই উঠিনি।’

উর্বশী আরও জানান, তার ছবি ‘ডাকু মহারাজ’-কে কেন্দ্র করেই ওই সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয়েছিল। তাই বার বার ছবি নিয়ে কথা বলছিলেন তিনি। বাবা-মায়ের দেওয়া সেই উপহার নিয়েও কথা বলেন উর্বশী।

আরও পড়ুনঃ   ‘সবকিছুই তো চলছে, শুধু শিল্পীরা কাজ করতে গেলেই প্রবলেম কেন’

তার কথায়, ‘মা-বাবাকে আমি খুব ভালোবাসি। তাই তাদের থেকে উপহার পেয়ে একটু বেশিই আবেগপ্রবণ ছিলাম। নিজের জিনিস নিয়ে বড়াই করার জন্য আমি সে দিন কিছু বলিনি। তেমন হলে, ওই ছোট্ট ঘড়িটা দেখাতামই না।’