নিয়ামতপুরে প্রাথমিক শিক্ষক নির্বাচনে সভাপতি নাজমুল, সম্পাদক আসাদুজ্জামান

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : দীর্ঘ তেরো বছর পর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি নাজমুল হক ও এস, এন আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিন বছর মেয়াদি কমিটি নির্বাচনে প্রাথমিক বিদ্যালয়ের ৭৪৯ জন শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ৭০১ জন শিক্ষক-শিক্ষিকা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শামসুল আলম।

২৫ জানুয়ারি শনিবার নিয়ামতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন মহাদেবপুর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন।

জানা গেছে, উপজেলার ১২৮ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মোট ভোট সংখ্যা ৭৪৯জন। তারমধ্যে ৭০১ জন শিক্ষক-শিক্ষিকা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৪৮ জন ভোটার অনুপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ জন।

ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে গণনা। গণনা শেষে নির্বাচন কমিশনার ভাদরন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হকের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন। তিনি পেয়েছেন ৩৬৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নেশাত বানু পেয়েছেন ২৬৭ ভোট অপর প্রার্থী পেয়েছেন ৬৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে চন্দননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস, এন আসাদুজ্জামান আসাদ ২৪৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈরকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ কবির পেয়েছেন ১৯১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুল আলম নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুনঃ   লিবিয়ায় অপহরণের শিকার নাটোরের চার যুবক, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি

নবনির্বাচিত সভাপতি নাজমুল হক বলেন, উৎসব মূখর পরিবেশে ভোট প্রদান ও গণনা সম্পন্ন হয়েছে। নির্বাচনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ বিজয় সকল শিক্ষক সমাজের। সকলকে একসঙ্গে নিয়েই শিক্ষকদের সার্বিক কল্যানে কাজ করে যাব।

নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন বলেন, নির্বাচন নিয়ে কারও কোন অভিযোগ নেই। অত্যন্ত আনন্দঘন পরিবেশে নির্বাচন হয়েছে। ১১ টি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। পরবর্তীতে ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।