গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিট

অনলাইন ডেস্ক : গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত ৩

তিনি বলেন, গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় রাত ৯টার দিকে একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিস ও ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।