বিয়ে করেছেন অভিনেত্রী তমালিকা

অনলাইন ডেস্ক : মডেল ও নাট্য অভিনেত্রী তমালিকা কর্মকার। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা থেকে শুরু করে গুঞ্জন উঠেছিল, অভিনেত্রী যুক্তরাষ্ট্রে বিয়ের পিঁড়িতে বসেছেন।

এবার অভিনেত্রী নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তমালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।

তবে কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তা জানা যায়নি। এদিকে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন।’

আরও পড়ুনঃ   ‘আলো আসবেই’ গ্রুপ বন্ধ করতে চাচ্ছেন সোহানা সাবা

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা এ দম্পতিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। একজন ভক্ত লিখেছেন, ‘আপনাদেরকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা, ভালোবাস রইলো সবসময় দু’জনে সুখে থাকবেন।’

প্রসঙ্গত, ১৯৯২ সালে আরণ্যক নাট্যদল প্রযোজিত মামুনুর রশীদের লেখা ও আজিজুল হাকিম নির্দেশিত নাটক ‘পাথর’ এর মাধ্যমে তার মঞ্চাভিনয় শুরু। এরপর আরণ্যক দলের অন্যতম নাটক ইবলিস, জয়জয়ন্তী, খেলা খেলা, ওরা কদম আলী, প্রাকৃতজন কথা, রাঢ়াঙ, বিদ্যাসাগর এবং ময়ূর সিংহাসনে অভিনয়ের মধ্য দিয়ে থিয়েটার অঙ্গনে বেশ জনপ্রিয়তা পান।

আরও পড়ুনঃ   এবারও প্রিয়জনদের নিয়ে ইফতার করলেন মিম

তমালিকার প্রথম চলচ্চিত্রে অভিনয় ‘অন্য জীবন’ এর মাধ্যমে। তবে সফলভাবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা করে ১৯৯৬ সালে এই ঘর এই সংসার ছবিতে চিত্রনায়ক আলী রাজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে। তার বিশেষ কিছু কাজের মধ্যে ২০০০ সালে ‘কিত্তনখোলা’ চলচ্চিত্রে বেদের মেয়ে ডালিমন চরিত্র এবং ২০১২ সালের ঘেটুপুত্র কমলায় কমলার মা চরিত্র অন্যতম।