তিতুমীর বগি লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগির লাইনচ্যুতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী রোববার প্রতিবেদন জমা দেবেন।

কমিটির সদস্যরা হলেন- বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন, বিভাগীয় প্রকৌশলী জুই, বিভাগীয় দপ্তর প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মন্ডল, বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (গ্যারেজ ও ওয়াগন) মোহাম্মদ ফজলে রাব্বি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী (পথ) আহসান হাবিব বলেন, ঘটনার পর তদন্ত কমিটি করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে লাইনচ্যুতের ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি জানা যাবে।

আরও পড়ুনঃ   দুর্গাপূজা উপলক্ষে আরএমপি'র ব্রিফিং প্যারেড

এর আগে সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ১১টা বগি নিয়ে ট্রেনটি যাত্রা করে। পথে রাজশাহীর বেলপুকুর এলাকায় মাঝের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও রেলওয়ের ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঢাকাগামী মধুমতি ও সিল্কসিটি এক্সপ্রেসসহ তিনটি ট্রেনের সিডিউল বির্পযয় ঘটে।

আরও পড়ুনঃ   কাটাখালী থানার অভিযানে হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এই ঘটনায় রেললাইনের কয়েক জায়গা ভেঙে গেছে। একই সঙ্গে স্লিপারের সঙ্গে রেললাইনকে আটকানো হুকবোল্ডগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে পাকশীর ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ক্রেন ট্রেন এসে বগি লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। দীর্ঘ ৪ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তখন রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে পর্যায়ক্রমে আন্তঃনগর ট্রেনগুলো চলাচল শুরু করে।