লন্ডনে যেতে পারলেন না নিপুণ, বিমানবন্দর থেকে ফেরানো হলো

অনলাইন ডেস্ক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় অভিনেত্রী নিপুণ আক্তারকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

আজ শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০১ ফ্লাইটে তার যুক্তরাজ্যের রওনা হওয়ার কথা ছিল।

আরও পড়ুনঃ   ভয় দেখাবেন না, আল্লাহর নামে কতল হয়ে যাবো : ফরহাদ মজহার

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা নূর-ই-বাহার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকাল সোয়া ১০টার ফ্লাইটে অভিনেত্রী নিপুণের লন্ডনে যাওয়ার কথা ছিল। গোয়েন্দা সংস্থার আপত্তির কারণে তাকে বোর্ড করতে দেওয়া হয়নি।’

আরও পড়ুনঃ   মাঝারি ভূমিকম্পে কাঁপল ঢাকা, উৎপত্তিস্থল মিয়ানমার

‘তাকে আটক করা হয়নি, আপত্তির কথা জানানো হয়েছে। এরপর তিনি তার মতো ফিরে গেছেন।