একসঙ্গে তিন নৌ অস্ত্র বানাচ্ছে তুরস্ক

অনলাইন ডেস্ক : তুরস্ক বিশ্বকে চমকে দিয়েছে আরও তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা দিয়ে। তুরস্ক তাদের নিজস্ব নকশায় নির্মাণ করতে যাচ্ছে একটি সাবমেরিন, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং অত্যন্ত প্রত্যাশিত টিএফ-2000 এয়ার ডিফেন্স ডেস্ট্রয়ার।

এসব যুদ্ধজাহাজ তুরস্কের রাজনৈতিক এবং নৌ উচ্চাকাঙ্ক্ষার বাস্তবায়নকে আরও শক্তিশালী করবে এবং ন্যাটোর সদস্য তুরস্ককে সাগরপথে আরও ক্ষমতাশালী করে তুলবে।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, তুরস্কে বর্তমানে ৩১টি নৌযান নির্মাণাধীন রয়েছে। এর মধ্যে তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের কাজ শুরু হয়েছে, যা দেশটির নৌবাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে। এই নতুন প্রকল্পগুলো তুরস্কের নৌ শক্তিকে আন্তর্জাতিক মঞ্চে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে এবং দেশের সামরিক ক্ষমতা আরও দৃঢ় করবে।

আরও পড়ুনঃ   গ্রেপ্তারের সতর্কবার্তা, পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু

তুরস্কের গোলচুক নেভাল শিপইয়ার্ডে সাবমেরিন নির্মাণের কাজ চলছে। এই সাবমেরিনটি ডিজেল-ইলেকট্রিক প্রযুক্তিতে চলবে এবং এর ওজন হবে ২,৭০০ টন। এতে থাকবে এয়ার-ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন (AIP) সিস্টেম, যা এটিকে বিদ্যমান সাবমেরিনগুলোর তুলনায় অনেক বেশি সময় ধরে ডুবে থাকার সক্ষমতা দেবে। সাবমেরিনটির ক্ষেত্রে দেশীয় প্রযুক্তির ব্যবহার তুরস্কের প্রযুক্তিগত সক্ষমতার এক নতুন উদাহরণ।

এছাড়াও, তুরস্কের নতুন টিএফ-2000 ক্লাস ডেস্ট্রয়ারটি তৈরি হচ্ছে, যা গাইডেড এবং ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। এই যুদ্ধজাহাজটি ২৬ নট গতিতে চলতে সক্ষম এবং এতে ১২৭ মিমি মেইন গান, দুটি ২৫ মিমি দূরনিয়ন্ত্রিত অস্ত্র স্টেশন এবং ৩৫ মিমি Gökdeniz ক্লোজ-ইন অস্ত্র ব্যবস্থা থাকবে। আধুনিক রাডার সিস্টেমের মাধ্যমে ৪৫০ কিলোমিটার দূরের মিসাইল শনাক্ত করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ   তরুণ ভোটাররাই ভরসা ট্রাম্পের?

তুরস্কে নির্মিত নতুন এয়ারক্রাফট ক্যারিয়ারটি হবে দেশের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ TCG Anadolu-র চেয়ে দ্বিগুণ আকারের। এই যুদ্ধজাহাজে শর্ট টেকঅফের সুবিধা থাকবে এবং স্কি জাম্প সুবিধা যুক্ত থাকবে, যা তার সামরিক সক্ষমতাকে আরও বাড়াবে।