রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সাথে আরএমপি কমিশনারের মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। রোববার (৫ জানুয়ারি) দুপুরে আরএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নেতাকে বরণ করা নিয়ে সংঘর্ষ, বিএনপিকর্মীর মৃত্যু

মতবিনিময় সভায় রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সাধারণ সম্পাদক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, সোনার দেশ সম্পাদক হাসান মিল্লাত, উত্তরা প্রতিদিনের সম্পাদক সাইফুল ইসলাম, আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।