নাটোরে অজ্ঞাত বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় অজ্ঞাত বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। নিহতদের মরদেহ উদ্ধার করে সিংড়া থানা হেফাজতে নেওয়া হয়েছে। আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া নিংগুইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বগুড়ার দুপচাঁচিয়া থানার খিয়ানী মধ্যপাড়া মহল্লার ইসমাইল হোসেনের ছেলে রুবেল হোসেন ও একই মহল্লার মনজুর রহমানের ছেলে নাদিম মাহমুদ। আহত ব্যক্তি একই এলাকার মাদুর প্রামানিকের ছেলে শামসুদ্দিন প্রামানিক।

আরও পড়ুনঃ   নাটোরে জমি নিয়ে দ্বন্দ্বে ধারালো অস্ত্রের আঘাতে একজনের মৃত্যু

সিংড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন, বিকেলে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী নাটোর থেকে বগুড়ার দুপচাঁচিয়া যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের নিঙ্গইন এলাকায় অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়েন মহাসড়কে। এ সময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ   পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

পরে স্থানীয় লোকজন ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করে। বর্তমানে নিহত ও আহতদের পরিবারকে সংবাদ দিয়ে মরদেহ দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চাপা দেওয়া বাসটিকে আটকের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।