বান্ধবী অঞ্জনার মৃত্যুতে শোকাহত সাবিনা ইয়াসমিন

অনলাইন ডেস্ক : মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অঞ্জনার মৃত্যুতে শৈশবের বান্ধবী সংগীতের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন এক সাক্ষাৎকারে বলেন, ‘অঞ্জনা যে এভাবে চলে যাবে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে একটুও বুঝতে পারিনি।’

আরও পড়ুনঃ   ট্রলের তোয়াক্কা করেন না মালাইকা

‘কিছু বলার মতো মনের অবস্থা নেই। তারপরও কিছু বলতে হয়, কখনও তাকে কোনোদিন অসুস্থ শরীর খারাপ দেখিনি। হঠাৎ করে কী যে হলো কিছুই বুঝতে পারছি না।’

শৈশবের স্মৃতির বিষয়ে সাবিনা ইয়াসমিনের ভাষ্য, ‘আমরা তো অনেক অনেক ছোটবেলার বান্ধবী। যখন আমাদের ৬ থেকে ৭ বছর বয়স। আমরা দুইজন একই ওস্তাদের কাছে ক্লাস করেছি, অঞ্জনা গান শিখতো। এরপর বাচ্চাদের অনেক অনুষ্ঠানে যেত আমিও যেতাম সেই থেকে আমাদের বন্ধুত্ব শুরু।’

আরও পড়ুনঃ   সালমানের সঙ্গী হচ্ছেন কাজল

শেষে তিনি বলেন, ‘আমরা বড় হবার পরে বিদেশে যখন অনুষ্ঠানে যেতাম। একসঙ্গে ঘুরাফেরা করতাম। যেটাকে বলে একদম অভিন্ন হৃদয়ের বন্ধু সুতরাং আমি বিশেষ কিছু বলতে পারবো না। আল্লাহ ওর আত্মাকে চিরো শান্তিতে রাখুক এটা চাই।’