নিয়ামতপুরে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। রোববার উপজেলার পৌলানপুর এলাকা থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।

ওই গৃহবধূর নাম আয়েশা (১৯)। তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার মৌজাশাখাতি এলাকার আব্দুল বারেকের মেয়ে।
এ ঘটনায় আজ (রোববার) দুপুরে আয়েশার বোন জামাই থানায় হাজির হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন।

আরও পড়ুনঃ   বগুড়ায় নিখোঁজ শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার: এক নারীকে আটক

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১১ মাস আগে আলমগীরের সাথে বিয়ে হয় আয়েশার। বিয়ের পর থেকেই তারা গাজীপুরের কালিয়াকৈর এলাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন। গতকাল শনিবার (৪ জানুয়ারি ) সকালে আলমগীর আয়েশাকে রেখে কাজে যান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফিরে এসে তার স্ত্রীকে সিলিং ফ্যানের সাথে মৃত অবস্থায় ঝুলে থাকতে দেখেন। বিষয়টি তার শাশুড়ী, শ্যালককে জানালে তারা উপস্থিত হলে পুলিশি ঝামেলা এড়াতে মৃতদেহ এ্যাম্বুলেন্সে করে নিজ বাড়িতে নিয়ে আসেন।

আরও পড়ুনঃ   নাটোরে আ.লীগ নেতা মঞ্জু হত্যা মামলায় আরও ২ জন গ্রেপ্তার

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে। পরিবারের অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।