সীমান্তে আনা হয় মরদেহ, ভারতীয় ভাইকে শেষবার দেখলেন বাংলাদেশি বোন

অনলাইন ডেস্ক : ভাই ভারতীয়, বোন বাংলাদেশি। একই বাবা-মায়ের ঘরের সন্তান হলেও দুজনের জাতীয়তা ভিন্ন। এরমধ্যে গত বৃহস্পতিবার ভাই আব্দুল খালিদ মন্ডলের মৃত্যু হয়। নিজের ভারতীয় ভাইকে শেষবার দেখার ইচ্ছা প্রকাশ করেন তিনি। তার সেই ইচ্ছা পূরণ করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশের বিজিবি।

আরও পড়ুনঃ   রমজানে যে ফিলিস্তিনিদের আল-আকসায় যেতে দেবে না ইসরায়েল

আব্দুল খালিদ উত্তর২৪ পরগনার গাঙ্গুলি গ্রামে থাকতেন। গ্রামের পঞ্চায়েতের এক সদস্য মুস্তফাপুর বিএসএফ আউটপোস্টের কোম্পানি কমান্ডারকে আব্দুলের মৃত্যুর বিষয়টি অবহিত করেন। তিনি জানান, তার বোন থাকেন বাংলাদেশি সীমান্ত গ্রাম সর্দার বোরিপোতা গ্রামে। পঞ্চায়েতের সদস্য বিএসএফ কমান্ডারকে আরও জানান, আব্দুলের বোন তাকে শেষবারের মতো দেখতে চান।

আরও পড়ুনঃ   ভানুয়াতুতে ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ১৪ জন

এরপর বিএসএফ কমান্ডার বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্তের জিরো পয়েন্টে আব্দুলের মরদেহ এনে এটি তার বোনকে দেখানোর সুযোগ করে দেয়। এমন সুযোগ দেওয়ায় দুই দেশের সীমান্তবাহিনীকে ধন্যবাদ জানান ওই বাংলাদেশি নারীর পরিবার।