তথ্যবিবরণী: আগামীকাল রবিবার (০৫ জানুয়ারি) রাজশাহী কলেজ মাঠে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা- ২০২৫। রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয় এ মেলার আয়োজন করবে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিকাল সোয়া চারটায় রাজশাহী কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, এ মেলা প্রতিদিন দুপুর দুইটা হতে রাত দশটা এবং সরকারি ছুটির দিন সকাল দশটা হতে রাত দশটা পর্যন্ত চলবে।