দরপত্র ছাড়াই নগর ভবন সংস্কার করার অভিযোগের প্রেক্ষিতে দুদক’র অভিযান

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে দরপত্র ছাড়াই নগর ভবন সংস্কার করার অভিযোগের প্রেক্ষিতে দুদক’র এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়েছে। এই অভিযানে তিন ফাইল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টায় রাজশাহী সিটি করপোরেশনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক মো. আমির হোসাইন এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক মো. তানভীর আহমেদ সিদ্দীক, উপসহকারী পরিচালক মো. মাহবুবুর রহমান।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক মো. আমির হোসাইন জানান, দরপত্র ও কোটেশন ছাড়াই সংস্কার কাজ হওয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে তিন ফাইল জব্দ করা হয়েছে। এর মধ্যে ঠিকাদার ইয়াহিয়া মিলুর একটি ফাইল রয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কার ১১ দিন পরে নারীর মৃত্যু

সিটি করপোশেন সূত্রে জানা গেছে, ৫ আগস্টের ঘটনায় ক্ষয়ক্ষতি নির্ণয়ে গঠিত কমিটির প্রতিবেদনে নগর ভবন ও এর বাইরের সিটি করপোরেশনের স্থাপনাগুলোতে ২১ কোটি ১১ লাখ ৬৫ হাজার টাকার ক্ষতি হয়।‘রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন’শীর্ষক সিটি করপোরেশনের প্রায় ৩ হাজার কোটি টাকার একটি প্রকল্প চলমান। ওই প্রকল্পের ভেতর উপপ্রকল্প করে নগর ভবন সংস্কারকাজের প্রস্তাব দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ   বাগমারার ভবানীগঞ্জ ওয়ার্ড জামায়াতের  কর্মী ও সুধী সমাবেশ

তবে মন্ত্রণালয় তা নাকচ করে জানিয়ে দিয়েছে, সংস্কার করতে হবে নিজস্ব অর্থেই। মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর সম্প্রতি নগর ভবনের সংস্কারকাজ শুরু করা হয়েছে।’

এ বিষয়ে সিটি করপোরেশনের (ভারপ্রাপ্ত) প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন বলেন,‘সিটি করপোরেশন নিজস্ব অর্থায়নে সংস্কার কাজগুলো করা হচ্ছে। এক্ষেত্রে ২০০৮ সালের পিপিআর মেনেই কাজ করছেন।’