নগরীতে মদপান করে সন্দেহমুলক ঘোরাফেরার অভিযোগে গ্রেপ্তার ৬

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে মদপান করে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো: বাপ্পী (২৪), ইমতিয়াজ আহম্মেদ স্বচ্ছ (১৯), শান্ত দাস (২০), তীর্থ সাহা (১৯), ফারহান সাদিক সিয়াম (১৯) ও সাদাত ইয়াছির (১৯)।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নানা আয়োজনে ভ্যাট দিবস উদযাপন

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩১ ডিসেম্বর দিবাগত রাত সোয়া ১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় ডিউটি করছিলো। এসময় তাঁরা নিউ গভ: ডিগ্রি কলেজের সামনে রাস্তায় মদ্যপান করে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ৬ জনকে আটক করে।

আরও পড়ুনঃ   পদ্মায় নিখোঁজ দুই শিশু! একজনের লাশ উদ্ধার

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আরএমপি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।