সাবেক এমপি আসাদ দুই দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আসাদুজ্জামান আসাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক ফয়সাল তারেক শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে আসাদকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক (ওসি) আবদুর রফিক রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় নগরের বোয়ালিয়া থানার এ মামলা তদন্ত করছে নগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক এমপি আসাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুনঃ   রাসিকের বিভাগীয় ও শাখা প্রধানগণের সমন্বয়ে সভা

আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করলেও জামিনের কোনো আবেদন ছিল না বলে জানান পরিদর্শক আবদুর রফিক।

গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এরপর তাঁকে রাজশাহী জেলা ও মহানগরের সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় আগেও আসাদুজ্জামান আসাদকে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়েছে।