চ্যাম্পিয়ন হয়ে আকবর বনে গেলেন ‘রোনালদো’

অনলাইন ডেস্ক : ২০২২ সালে ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ট্রফি নিয়ে লিওনেল মেসির সেলিব্রেশন মনে আছে নিশ্চয়ই। ট্রফি নিয়ে মেসির ঘুমের সেই সেলিব্রেশন অনেককেই করতে দেখা গেছে। গেল যুব এশিয়া কাপজয়ী ক্রিকেটারদের দেখা গিয়েছিল।

সবশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর নাজমুল হোসেন শান্তকেও দেখা গিয়েছিল। তবে আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দেখা গেল ভিন্ন আরেক সেলিব্রেশন। এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে রংপুর বিভাগ।

আরও পড়ুনঃ   ক্রোয়েশিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

আর শিরোপা জয়ের পর দলটির অধিনায়ক আকবর আলি বনে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিআর সেভেনের ট্রেডমার্ক সেলিব্রেশন ‘সিউউউ’ করেছেন তিনি। অবশ্য একবার নয়, দুই দুইবার এই সেলিব্রেশন করেছেন আকবর। সঙ্গে পুরো দলের আনন্দমাখা পরিবেশে সৃষ্টি হয়।

এর আগে মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আলাউদ্দিন বাবুর বোলিং তোপে ফাইনালের মতো বিগ ম্যাচে ঢাকা মেট্রো তুলে মোটে ৬২ রান। ছোট লক্ষ্যকে তাড়া করতে নেমে রংপুরও খুব একটা স্বস্তিতে ছিল, এমনটা বলা চলে না। ১৮ রানেই একপর্যায়ে তারা হারায় ৩ উইকেট।

আরও পড়ুনঃ   পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

সেখান থেকে অবশ্য পথ হারায়নি তারা। আরিফুল হক এবং মোহাম্মদ এনামুলের দুইটি ১৪ রানের ইনিংসে সহজেই ৬২ রানের লক্ষ্যমাত্রা পেরিয়ে যায় রংপুর। পরবর্তীতে নিশ্চিত করে এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরের শিরোপা।