রাজশাহীতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে কম্বল বিতরন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ৪টি থানায় ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করেন ১৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো: আব্দুল মজিদ, পিএএমএস।

এসময় আরো উপস্থিত ছিলেন বোয়ালিয় থানা আনসার ভিডিপি কর্মকর্তা মো: সুজন রানা, রাজশাহী জেলার সার্কেল অ্যাডজুটেন্ট মোসা: আশরাফুন্নেসা খাতুন, থানা আনসার ভিডিপি প্রশিক্ষিকাবৃন্দ ও আনসার ও ভিডিপির সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   সারদা পুলিশ একাডেমিতে কৈফিয়ত তলব করা সেই ৮ এসআইকে অব্যাহতি

কম্বল বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আনসার ও ভিডিপি তৃণমূল পর্যায়ে বিস্তৃত বিশাল জনগোষ্ঠীর একটি বাহিনী,তাদের মধ্যে ভিডিপি সদস্যরা হচ্ছে সবচেয়ে বৃহৎ একটি অংশ এবং তারাই বাহিনীর মূলশক্তি।এসব সদস্যদের মধ্যে যারা গরীব আনসার ভিডিপি সদস্য রয়েছে তাদেরকে মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ   দাম বাড়লে আমরা বেশি কিনি, অন্য দেশে বর্জন করে : সমাজকল্যাণমন্ত্রী

পর্যায়ক্রমে অন্য সদস্যদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হবে,পাশাপাশি অন্যান্য উপজেলায় ও একার্যক্রম অব্যাহত থাকবে।