বাগমারায় পুকুর থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় পুকুর থেকে মাদক সেবী ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ভ্যান চালকের নাম নয়ন মিয়া (৩৮)। তিনি উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বড়পুকুর গ্রামের আফাজ উদ্দীনের ছেলে। পুলিশ নিহত মাদক সেবী নয়ন মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২০ ডিসেম্বর) নয়ন মিয়া তার মচমইল বাজারের চায়ের দোকানে গিয়ে স্ত্রীর কাছ থেকে বাজার করার জন্য ব্যাগ নিয়ে বাজার করতে যান। বাজার করে নিজ দোকানে আর ফিরেনি নয়ন। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে মচমইল সরকারী প্রাথমিক ব্যিদ্যালয় সংলগ্ন পুকুরের পানিতে এলাকার লোকজন ভ্যান চালক নয়ন মিয়ার লাশ ভাসতে দেখে। নয়নের পরিবার লাশটি সনাক্ত করার পর বাগমারা থানার পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের ধারনা নয়ন মিয়া মাদক সেবন করে বাজারের ব্যাগ নিয়ে পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে যেতে পারে ? এমনই মন্তব্য করছেন এলাকার সাধারণ মানুষও।

আরও পড়ুনঃ   রাজশাহীতে গ্রেপ্তার ভুয়া পুলিশ সদস্য কারাগারে

তবে কেউ কেউ ধারনা করছেন, নয়নের কাছ থেকে বখাটে লোকজন টাকা পয়শা কেড়ে নিয়ে তাকে পানিতে ফেলে দিয়ে হত্যা করেছে। এছাড়াও তার বাজারে চায়ের দোকানটাও ওই সকল বখাটেরা নিজেদের দখলে নিতে পারেন বলে এলাকার কিছু লোকজন আশংকা করেছেন।

আরও পড়ুনঃ   বঙ্গবন্ধুর ছবি বিকৃত ও কটুক্তিকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মাদক সেবনের কারনেই ভ্যান চালক নয়ন মিয়ার মৃত্যু হয়েছে। তার পরেও প্রকৃত ঘটনা জানার জন্য লাশটি ময়না তদন্তের জন্য ময়না তদন্তের জন্য নিহত নয়ন মিয়ার লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন বলে তিনি জানিয়েছেন।