হাসান আরিফের মৃত্যুতে পরিবেশ উপদেষ্টার শোক

অনলাইন ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এই শোক জানানো হয়।

আরও পড়ুনঃ   বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ভূমি এবং বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার মৃত্যুতে জাতি একজন দক্ষ এবং নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বকে হারাল। আইন অঙ্গন, দেশের উন্নয়ন ও জনকল্যাণে তার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

এছাড়াও শোকবার্তায় পরিবেশ উপদেষ্টা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মহান সৃষ্টিকর্তার কাছে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।

আরও পড়ুনঃ   বিসিএস পরীক্ষার সুযোগ বাড়ল, দেওয়া যাবে ৪ বার

এর আগে শুক্রবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।-ঢাকা পোস্ট