রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভাগীয় বইমেলা

ফাইল ফটো 

সংবাদ বিজ্ঞপ্তি : আগামী বুধবার (১৮ডিসেম্বর) শুরু হচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৪। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে নগরীর কালেক্টরেট মাঠে অনুষ্ঠিতব্য এ মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। কর্মদিবসে বিকাল ৩ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত এবং সরকারি বন্ধের দিনে সকাল ১১ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত এ বইমেলা চলবে।

আরও পড়ুনঃ   দুই গ্রুপের সংঘর্ষে আহত আ. লীগ নেতা বাবুলের মৃত্যু

বইমেলাতে সরকারি প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল থাকবে। জাতীয় গ্রন্থকেন্দ্র ও মন্ত্রণালয় হতে আগত অতিথিবৃন্দ এবং রাজশাহী বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এ মেলা উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুনঃ   কোটি কোটি টাকা ব্যয় করেও ভবন নির্মাণ করতে পারেনি রেলওয়ে

বইমেলায় আগত অতিথি এবং দর্শনার্থীদের প্রাথমিক চিকিৎসার জন্য সার্বক্ষণিক মেডিকেল টিম, নিরাপদ সুপেয় খাবার পানির সুব্যবস্থা এবং অগ্নি-দুর্ঘটনা রোধকল্পে মেলা প্রাঙ্গণে সার্বক্ষণিক অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকবে।