বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

আরিফুল ইসলাম, রাজশাহী: ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের নিমিত্তে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ আঞ্চলিক কেন্দ্রে উপস্থিত হয়ে আঞ্চলিক পরিচালক জনাব মোহা: আবু বাককার-এর নেতৃত্বে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন।

আরও পড়ুনঃ   উপজেলা পরিষদ নির্বাচন,দুর্গাপুরে ১২ প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ

এরপর সকাল ০৮:৩০টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং দিনব্যাপী দেশাত্ববোধক গান ও কবিতা পিএ সিস্টেম/সাউন্ড সিস্টেমের মাধ্যমে প্রচার করা হয়।