সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। দিবসের কর্মসুচি হিসেবে সকলের উপস্থিতিতে শহিদ মিনারে দেশের শ্রেষ্ঠসন্তান শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর কলেজ অডিটরিয়ামে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, তিনি বলেন এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। বুদ্ধিজীবীরা দেশ ও জাতির পথ নির্দেশক।
পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে যে স¦প্ন দেখা হয়েছে সেটি বাস্তবে রূপ দিতে শহিদ বুদ্ধিজীবীদের অবদানের কথা স্মরণ করতে হবে, আর এই কাজটি করতে হবে আগামী প্রজন্মকে।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর জেসমিন আকতার, শিক্ষক পরিষদের সম্পাদক ও শহিদ বুদ্ধিজীবী দিবস পালন কমিটির আহ্বায়ক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা। মুক্তিযুদ্ধের সময় প্রত্যক্ষ করা ঘটনা ও নিজেস্ব অভিজ্ঞতা তুলে ধরেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর সৈয়দা গুলশান ফেরদৌস।
আলোচনায় অংশ নেন রসায়ন বিভাগের প্রভাষক অনুপ সরকার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আজিজুল বারী, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাহমুদা আখতার জাহান। উপস্থাপনায় ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মতলেবুর রহমান সরদার।