১৫ বছর পর ঢাকার কনসার্টে গাইবেন বেবী নাজনীন

অনলাইন ডেস্ক : চলতি বছর বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী দল-বিএনপি। সে উপলক্ষ্যে দেশের খ্যাতিমান সব শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘সার্বজনীন কনসার্ট’। এই ওপেন কনসার্টটিতে পারফর্ম করবেন দেশবরেণ্য সব সংগীতশিল্পী ও ব্যান্ড দল; যাদের মধ্যে আছেন সংগীতশিল্পী বেবী নাজনীন।

গত নভেম্বর মাসে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে নিউইয়র্ক থেকে দেশে ফেরেন বেবী নাজনীন। আওয়ামী আমলে রাজনৈতিক নিগ্রহের শিকার এই শিল্পীকে গান গাইতে দেওয়া হতো না কোনো কনসার্ট বা রাষ্ট্রীয় গণমাধ্যমে। অবশেষে ১৫ বছর পর নিজ দেশের মাটিতে গান গাওয়ার সুযোগ পেতে যাচ্ছেন তিনি; ‘সার্বজনীন কনসার্ট’ এ যোগ দিচ্ছেন বলেও গণমাধ্যমে নিশ্চিত করেছেন গায়িকা নিজে।

আরও পড়ুনঃ   আমার আর সংসারী হওয়ার ইচ্ছা নেই : শাবনূর

এ প্রসঙ্গে গায়িকার ভাষ্য, ‘সবার আগে দেশ। দেশের জন্যই আমাদের তরুণরা নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছেন। তাই দেশের সংস্কৃতি আগে প্রাধান্য দিতে হবে। সে লক্ষ্যেই এ কনসার্ট আয়োজন করা হচ্ছে। বিজয় দিবসের কনসার্টে গাইব, এটা ভাবতেই ভালো লাগছে। সবাইকে তো বটে, বিশেষ করে তরুণ প্রজন্মকে এ কনসার্টে আসার আমন্ত্রণ জানাচ্ছি।

আরও পড়ুনঃ   ‘ডাইনি’ হয়ে আসছেন মিমি, দেখতে মুখিয়ে আছেন শুভশ্রী

কনসার্টে বেবী নাজনীনের পাশাপাশি পারফর্ম করবেন জেমস, ডিফারেন্ট টার্চ, আর্ক, রাফা, কনকচাঁপা, ইমরান, মনির খান, প্রীতম, কনা, বাউল শিল্পী ও লালন শিল্পীসহ এ প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা। ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হবে এই কনসার্টের, বিকাল তিনটা থেকে শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত।