নওগাঁয় ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন, চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা

অনলাইন ডেস্ক : নওগাঁয় শীতের প্রকোপ বাড়ছেই। কনকনে ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশায় বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ। এর মধ্যে দু’দিন ধরে দেখা মিলছে না সূর্যের। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ।

ঘন কুয়াশায় শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলের সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এর পরও ঘটছে দুর্ঘটনা। গত দুই দিনে এই জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ   নির্বাচনের পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি

আজ বুধবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এরআগে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন থেকেই তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রির ঘরে উঠানামা করছে। আগামী আরও দুই একদিন তাপমাত্রা এরকমই থাকতে পারে বলে জানান নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তারা।