রেলের জমিতে বেআইনিভাবে গড়ে ওঠা স্থাপনা সরানোর নির্দেশনা

অনলাইন ডেস্ক : বাংলাদেশ রেলওয়ে চত্বরে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে নির্মিত সকল স্থাপনা ও অবকাঠামো ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আলী আকবর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ   নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে একটু সময় লাগবে: অর্থ উপদেষ্টা

বিজ্ঞপ্তিতে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নিজ উদ্যোগে সব অবৈধ স্থাপনা অপসারণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়ের পরে বাংলাদেশ রেলওয়ের ভূমি অবৈধ দখলমুক্ত করতে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

আরও পড়ুনঃ   আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকারি হাসপাতালে হচ্ছে আলাদা ইউনিট

রেলওয়ের সম্পত্তি রক্ষায় সবাইকে সহযোগিতা করতে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।