দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক তসিকুল ইসলাম বকুলের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার শোক

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক তসিকুল ইসলাম বকুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ্য প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি মো. শরিফুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক মো. সামাদ খান।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ শিবির নেতা গ্রেপ্তার

এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মরহুম তসিকুল ইসলাম বকুল আজ (মঙ্গলবার) ০৩ ডিসেম্বর সকাল ৮টার দিকে নগরীর মেহেরচন্ডী এলাকার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ আজ মঙ্গলবার বাদ জোহর নগরীর মেহেরচন্ডী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।