নগরীতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : নগরীতে ভারতীয় উগ্রবাদী সংগঠন ইসকনের দেশবিরোধী ষড়যন্ত্র ও ইসকন সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার সুষ্ঠু বিচার ও ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর নগরীর সাহেব বাজহার জিরো পয়েন্টে উলামা ও তাওহিদী জনতার মানব্বন্ধন শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর সাহেব বাজার-মনিচত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

আরও পড়ুনঃ   আহ্সান উল্লাহ্ মাস্টারের শাহাদাত বাষির্কীতে বাউবি’র শ্রদ্ধা

বিক্ষোভ মিছিলে ‘জঙ্গি জঙ্গি, ইসকন জঙ্গি’, ‘ এ্যাকশন এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন ’,’আমার সোনার বাংলায়, উগ্রবাদের ঠাঁই নাই’,’ ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান’, ‘ মুদীর দালালেরা, হুশিয়ার সাবধান’, স্লোগান দিতে দেখা যায় ।

এসময় বক্তারা বলেন, ইসলাম হত্যা সমর্থন করে না। যারা হত্যা করেছে, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আলিফের হত্যাকারীদের ফাঁসি দিতে হবে।

আরও পড়ুনঃ   শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাসিকের মতবিনিময় সভা

তারা আরও বলেন,উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে । অবিলম্বে ইসকন নিষিদ্ধ না করলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। এ বিক্ষোভ মিছিলকে ঘিরে শহরে পুলিশ ও সেনাবাহিনীর অবস্থান জোরদার ছিল।#