বাগমারায় ভবানীগঞ্জে জামায়াত ইসলামীর আয়োজনে কর্মীসভা

হেলাল উদ্দিন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগন্জ পৌরসভায় জামায়াত ইসলামী বাংলাদেশের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেলে ভবানীগন্জ শিশু ও শিল্পকলা একাডেমী মিলনায়তনে কর্মী সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী ভবানীগঞ্জ শাখা।

বাংলাদেশ জামায়াত ইসলামী ভবানীগঞ্জ পৌরসভা শাখার সভাপতি আশরাফুল ইসলাম আশিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার শুরা ও কর্ম পরিষদ সদস্য আবদুল আহাদ কবিরাজ।

আরও পড়ুনঃ   পণ্য ছাড়াই রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ছাড়লো ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের বাগমারা উপজেলা শাখার আমির কামরুজ্জামান হারুন।

অন্যান্য মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক সিরাজুল ইসলাম।

আরও পড়ুনঃ   তানোরে দাদন ব্যবসায়ীর লাঞ্ছনা সইতে না পেরে বিষপানে আত্মহত্যা: থানায় মামলা

সভাশেষে আগামী দুই বছরের জন্য নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।