ইনস্টাগ্রাম না থাকলে কাজ থেকে বাদ দেওয়া হয় : অপরাজিতা

অনলাইন ডেস্ক : বরাবরই ঠোঁটকাটা, সোজা কথা বলতেই পছন্দ করেন ওপার বাংলার অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এবার ইন্ডাস্ট্রিজ নিয়ে এক বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অভিনেত্রী। জানালেন, সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট না থাকলে কাজ থেকেই নাকি বাদ করে দেওয়া হয়!

সম্প্রতি ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে অনেক কথাই প্রকাশ করেন অপরাজিতা। সঙ্গে এ নিয়ে খানিক ক্ষোভ উগরেও দেন তিনি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই পডকাস্টের প্রোমোতে অপরাজিতাকে বলতে শোনা যায়, ‘আমাদের এখানে অনেক বড় অভিনেতারা রয়েছেন, যাদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নেই। কোনও একটা বড় কোলাবরেশন হবে বা বড় বিজ্ঞাপন হবে ওরা বলবে নাহ, ওনার তো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নেই, ওনাকে বাদ দাও।’

আরও পড়ুনঃ   দুর্ঘটনার কবলে মধুমিতা সরকার

মুম্বাইয়ের কাজ নিয়ে অপরাজিতা বলেন, ‘এমনকি বোম্বে থেকে যত কাস্ট করবে, আগে দেখবে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে কিনা। আমি যদি রেফার করি “আমার বদলে ওকে নাও”, বলবে- “নাহ দিদি ইনস্টাগ্রামে তো ওনার অ্যাকাউন্ট নেই।” আর এই ইনস্টাগ্রামে অ্যাকাউন্টের চোটে কি হয়েছে, এটা তো রেগুলার একটা ফিড করানোর বিষয়, ছবি তোলো, রিল বানাও, ভিডিও করো, ওমুক! আজকে আর্টিস্টের সম্মানটা ধুলায় মিশেছে এই সোশ্যাল মিডিয়ার জন্য।’

আরও পড়ুনঃ   তমা মির্জার সঙ্গে সম্পর্কে ভাঙন, যা বললেন রাফি

এই একই সাক্ষাৎকারে নিজের জীবনের নানান চড়াই-উতরাই, স্ট্রাগল সহ নানান কথাও ভাগ করে নেন অপরাজিতা আঢ্য।