বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে রাসিক মেয়র লিটন

স্টাফ রিপোর্টার : বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।

আরও পড়ুনঃ   ক্রিকেট খেলার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু

বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকার সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি, চাপাইনবাবগঞ্জ-২(ভোলাহাট-গোমস্তাপুর) আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কোহেলী কুদ্দুস মুক্তি, বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কাসেম প্রমুখ।

আরও পড়ুনঃ   পাবনায় ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে যুবক নিহত : আটক ১

ইফতার ও দোয়া মাহফিলে রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও পাবনার বিভিন্ন সরকারি উর্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকার সদস্যবৃন্দরা।