লিথুয়ানিয়ার রাজধানীতে ডিএইচএলের কার্গো প্লেন বিধ্বস্ত

অনলাইন ডেস্ক : লিথুয়ানিয়ায় একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। দেশটির ভিলনিয়াস বিমানবন্দরের কাছেই অবস্থিত একটি বাড়িতে ডিএইচএলের ওই কার্গো প্লেনটি বিধ্বস্ত হয়।

সোমবার (২৫ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন বলছে, লিথুয়ানিয়ার ভিলনিয়াস বিমানবন্দরের উপকণ্ঠে সোমবার ভোরে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। অবতরণের সময় বিমানটি একটি বাড়িতে আঘাত হানলে এটি আগুনে বিধ্বস্ত হয় এবং এতে একজন ক্রু সদস্য নিহত হন।

তবে পাইলটসহ ফ্লাইটে থাকা আরও তিনজন এই দুর্ঘটনায় বেঁচে গেছেন এবং এর পাশাপাশি বাড়ির ১২ সদস্যকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুনঃ   আইএসের ইরাক শাখার প্রধান নেতা নিহত

জার্মানির লেইপজিগ থেকে উড্ডয়ন করা এই কার্গো বিমানটি ভিলনিয়াস বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে কয়েক কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের প্রধান রেনাটাস পোজেলা সাংবাদিকদের বলেন, একটি আবাসিক বাড়িতে আঘাত করার আগে বিমানটি কয়েকশ মিটার মাটিতে পিছলে গিয়েছিল।

পাবলিক ব্রডকাস্টার এলআরটি অনুসারে, দেশের জাতীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান ভিলমান্তাস ভিটকাউসকাস বলেছেন, “বেঁচে থাকার কোনও লক্ষণ ছাড়াই একজন ক্রু সদস্যকে পাওয়া গেছে।”

পরে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ এবং “পরিস্থিতি ও কারণগুলো” তদন্ত করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর কমপক্ষে দুইজন ক্রু সদস্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আরোহী চারজনেরই খোঁজ পাওয়া গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া মাটিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ   ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ পানামার প্রেসিডেন্টের

স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় রাজধানীর দক্ষিণে জিরনিউ স্ট্রিটের কাছে ঘটনাটি ঘটেছে বলে বিমানবন্দরের একজন মুখপাত্র সোমবার সিএনএনকে নিশ্চিত করেছেন। বিমানবন্দরের মুখপাত্র বলেছেন, “শহরের বিশেষ পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে এবং উদ্ধার প্রচেষ্টার পাশাপাশি ভিলনিয়াস বিমানবন্দর ফায়ার সার্ভিসের ক্রুদের নেতৃত্ব দিচ্ছে তারা।”

মুখপাত্র আরও বলেছেন, “ভিলনিয়াস বিমানবন্দরের কাছে চলমান উদ্ধারকাজের কারণে” বেশ কয়েকটি বিমানের প্রস্থান বিলম্বিত হয়েছে। তবে সমস্ত নির্ধারিত ফ্লাইটই টেক অফ করছে।