রাজশাহীতে ২২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ২২০ গ্রাম হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকেরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার বীর সিংজুরী গ্রামের শাহিন আলম (৩৩) ও নজরুল ইসলাম (২৩)। তাঁদের গ্রেপ্তারের তথ্য আজ দুপুরে র‍্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বাসের ধাক্কায় সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

র‍্যাব আরও জানায়, র‍্যাব-৫-এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল আজ সকালে ছয়ঘাটি গ্রামে অভিযান চালায়। এ সময় শাহিন ও নজরুলের কাছ থেকে একটি মোটরসাইকেল, ২২০ গ্রাম হেরোইন ও ৫ হাজার ৩০ টাকা জব্দ করা হয়। এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।