দুর্গাপুরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার :রাজশাহীর দুর্গাপুর পৌর সদরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে দুর্গাপুর পৌর সদরের সিংগা হাট এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি পানানগর খাঁপাড়া গ্রামের আনছার আলী খাঁন (৭০)। তিনি দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী খাঁন ও কাঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল এ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ডক্টর সেলিম রেজা খাঁনের বড় ভাই।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত আনছার আলী খাঁন বাড়ীর জন্য সবজি বাজার কেনার উদ্দেশ্যে দুর্গাপুর উপজেলা সদরের সিংগাহাটে আসেন। বাজার শেষে তিনি বাড়ি ফেরার জন্য সিংগাহাট হাট দুর্গাপুর ব্রীজ পার হওয়ার জন্য হেঁটে রওয়ানা দেন। সে সময় বিপরিত থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে আহত করে দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুনঃ   ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কা নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত আহত আনছার আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে দুর্গাপুর থানা পুলিশ দুর্ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দূরুল হোদা বলেন, সিংগাহাট এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পানানগর গ্রামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘাতক ট্রাক ড্রাইভার ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এদিকে নিহতর পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট ও থানায় অপমৃত্যু মামলা রুজু শেষে মৃতদেহ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।