রাজশাহীতে বিস্ফোরক মামলার আ.লীগের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনাসহ বিভিন্ন সময়ের বিস্ফোরক আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাজশাহী নগর পুলিশ (আরএমপি) এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসামিরা হলেন আল আমিন জয় (২৬), আনারুল হক (৪৫), আতিকুর রহমান (২৬), মজিবর রহমান (৬০), রবিউল ইসলাম রবিন (২৯), আলমগীর হোসেন (৩৫), রাকিব হোসেন (৩০), মো. সজীব (২২), সাব্বির হোসেন আলিফ (২৩), এনামুল (৩৯), তানজিদ ইসলাম সোহান (২৩), শহীদুল ইসলাম পচা (৫০), বিপুল কুমার সরকার (৪৬) ও তাসনিমুল নাঈম (২৭)। রাজশাহী জেলা এবং মহানগরের বিভিন্ন এলাকায় তাঁদের বাড়ি। আরএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।