রাজশাহীতে বিপ্লব ও সংহতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচী গ্রহন করেন।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিএনপির একাংশের নেতাকর্মীদের নিয়ে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ দলের দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় মিজানুর রহমান মিনু দেশের সংকট কাটিয়ে আগামী ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে অন্তবর্তীকালিন সরকারের প্রতি আহবান জানান।

আরও পড়ুনঃ   বাঘায় ইউএনও কাপ প্রাইজমানি ব্যাডমিন্টন খেলায় পুরুস্কার বিরতণ

অপরদিকে, মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির আহাব্বায়ক এরশাদ আলী ইশা ও সদস্য সচিব মামুনুর রশীদ মামুনের নেতৃতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর আলোচনা সভার আয়োজন করে বিএনপির আরেক অংশের নেতাকর্মীরা।