ট্রাম্পের প্রতিশ্রুতি: ‘যুদ্ধ নয়, সমাধান চাই’

অনলাইন ডেস্ক : আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রকে আর কোনো অনিশ্চিত যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ডোনাল্ড ট্রাম্পের।

পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী প্রচারণায় তিনি ঘোষণা দেন, রিপাবলিকান পার্টি ক্ষমতায় এলে বিদেশে আর কোনো মার্কিন সেনা পাঠানো হবে না। তিনি বাইডেন প্রশাসনের “বেআক্কেল যুদ্ধনীতি”র সমালোচনা করে বলেন, “আমার জয়ে আপনারা যুদ্ধ নয়, সমাধান পাবেন।”

আরও পড়ুনঃ   অশান্ত মণিপুর, মন্ত্রীর বাড়িতে বোমা হামলা

ট্রাম্প বিশেষভাবে উল্লেখ করেন, বাইডেন প্রশাসনের সময়ে ঘটে যাওয়া ইউক্রেন ও গাজা সংকটের সমাধানে তিনি অগ্রাধিকার দেবেন। কমালা হ্যারিসের প্রশাসন ক্ষমতায় এলে মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও দশক ধরে চলবে বলে সতর্ক করেন তিনি।

আরও পড়ুনঃ   প্রতি ৩ মিনিটে ঝরে তাজা প্রাণ, ভারতের রাস্তা এতো প্রাণঘাতী কেন?

এবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে ট্রাম্প, এবং ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস মিলছে। ট্রাম্পের প্রতিশ্রুতি: ‘আমাকে জিতিয়ে আনুন, যুদ্ধের পথে নয়, শান্তির পথে আমেরিকাকে এগিয়ে নিয়ে যাব।’