রাজশাহীতে ৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : “আশ্বাস নয় বাস্তবায়োন চাই, এই স্লোগানকে সামনে রেখে”
৬ দফা দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ।

আজ সকাল ১২ টায় মেডিকেল টেকনলজিস্ট এসসিয়েশন অব বাংলাদেশ এর যুগ্নু মহাসচিব অশিম কুমার ঘোষ এর নেতৃত্বে ইন্সটিটিউট অব হেলথ টেকনলজি ভবনের মুল ফটকের সামেনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   গৃহকর্মীরা সমাজের বিচ্ছিন্ন কোন অংশ নয়

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনলজিস্ট এসসিয়েশন অব বাংলাদেশ এর আঞ্চলিক কমিতির সভাপতি জহরুল ইসলাম আরো উপস্থিত ছিলেন মেডিকেল টেকনলজিস্ট এসসিয়েশন অব বাংলাদেশ এর আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক সেলিম রেজা। এই সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

তাদের দাবি গুলো হলো
মানববন্ধনকারিরা বলেন আমাদের দাবি না মানা অব্দি আমরা রাজ পথ ছাড়বনা প্রয়োজনে আমরা কঠর থেকে কঠরতর আন্দোলনে ঝাঁপিয়ে পরবো। তারা তাদের বক্তব্যে বলেন আমাদের যে বেতন স্কেল তা একেবারেই কম আমাদের বেতন বাড়াতে হবে তাছাড়াও তোরা বিভিন্ন দাবি উত্থাপন করেন। তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন।