এই সংবিধান আমাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে না: মাহমুদুর রহমান

অনলাইন ডেস্ক: আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ‘এই সংবিধান আমাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে না।’

শনিবার (২৬ অক্টোবর) ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে নাগরিক আকাঙ্ক্ষা কর্তৃক আয়োজিত ‘রাষ্ট্র সংস্কার ও নাগরিক ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ‘এই সংবিধান শেখ হাসিনা আর শেখ মুজিবের জঞ্জাল ছাড়া আর কিছুনা। এটি আপনার আমার আকাঙ্ক্ষাকে ধারণ করে না। এটি একটি ব্যক্তিপূজার দলিল। এমন জঞ্জালকে পরিষ্কার আমাদের করতেই হবে।’

আরও পড়ুনঃ   ৫০ কিমি সাইকেল চালিয়ে ক্লাস করা সাকলায়েনের উত্থান ছিল সংগ্রামমুখর

মাহমুদুর রহমান আরও বলেন, ‘যারা এই সংবিধানকে রেখে দেশ পরিচালনা করতে চান, তাঁরা গণমানুষের আকাঙ্ক্ষা বুঝতে পারছেন না। তাই মানুষের আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে আমাদের নতুন একটি সংবিধান প্রণয়ন করতে হবে।’

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের চায়ের আমন্ত্রণে বিএনপি নেতারা

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ, নাগরিক আকাঙ্ক্ষার চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইনান ও সাবেক সচিব, শিক্ষাবিদ মাহফুজুল হকসহ অনেকে। তথ্যসুত্র: আজকের পত্রিকা