বাঘায় বিনামূল্যে ক্যান্সার প্রতিরোধে টিকা দান কর্মসুচী অনুষ্ঠিানিক ভাবে শুরু

মোহা: আসলাম আলী স্টাফ রিপোর্টোর : রাজশাহীর বাঘায় নারীদের জরায়ু মুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) প্রতিরোধে টিকা প্রদান অনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় নারায়ণ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান আসাদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা:মৌমিতা পান্ডে,স্বাস্থ্য পরিদর্শক জালাল উদ্দিন,আরও উপস্থিত ছিলেন,অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পাপিয়া সুলতানা,সহকারী শিক্ষক বৃন্দ,সি এইচ সিপি ও শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ   নগরীতে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননাকারীদের বিচারের দাবিতে পথসভা ও মিছিল

আয়োজকরা জানান,বাংলাদেশর নারীদের জরায়ুমুখের ক্যান্সারে ঝুঁকি কমাতে বর্তমান সরকার ৫ম থেকে ৯ম শ্রেণী পর্যন্ত কিশোরীদের বিনামূল্যে টিকা দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। সে উপলক্ষে বাঘা উপজেলায় আনুষ্ঠানিকতার মধ্যে এই টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উল্লখ্য বাঘানউপজেলায় প্রায় ৯ হাজার ৫০০ কিশোরীরকে এই টিকা দেওয়া হবে। টিকা গ্রহণের জন্য নির্দিষ্ট বয়সী ও নির্ধারিত শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীরা www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে টিকাকার্ড সংগ্রহ করতে পারবে। পরে ওই কার্ড দেখিয়ে টিকার ডোজ গ্রহণ করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:আসাদুজ্জামান আসাদ বলেন,মানবদেহে বিভিন্ন প্রকার ক্যানসার হয়ে থাকে। এর বেশির ভাগ ক্যান্সার হওয়ার কারণ জানা যায় না। তবে জরায়ুমুখের ক্যান্সার মানুষের শরীরের বাইরের জীবানুর মাধ্যমে হয়ে থাকে। বিশেষ করে যৌন সংক্রমনের মাধ্যমে এই ক্যান্সার হয়ে থাকে। প্রতি বছর বাংলাদেশে বিপুল পরিমাণ নারী জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হয়। তবে এই জরায়ুমুখের ক্যান্সারের টিকা আবিষ্কার করা হয়েছে। বর্তমানে সফলভাবে এই টিকার কাজ করা করছে।