সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।। সোমবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান আশরাফুজ্জামান।

আরও পড়ুনঃ   সাত দিনের মধ্যে ৪৪ ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার নির্দেশ মাউশি'র

তিনি বলেন, রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আজ রাত পৌনে ৮টার দিকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, ড. আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি টাঙ্গাইল থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। খাদ্য ও কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।-ইত্তেফাক

আরও পড়ুনঃ   শহীদ পরিবারের অন্তত একজনের সরকারি চাকরি চান জামায়াত আমির