শারদীয় দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনের ঘাট পরিদর্শন করলেন আরএমপি’র কমিশনার

স্টাফ রিপোর্টার : শনিবার ১২ অক্টোবর দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান রাজশাহী মহানগরী’র পদ্মা পাড়ের মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফুদকিপাড়ায় প্রতিমা বিসর্জনের ঘাটের নিরাপত্তা প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ   আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে: এমপি আসাদ

গত ৯ অক্টোবর হতে উৎসব ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। আগামীকাল ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসব।

এসময় উপস্থিত ছিলেন আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।