স্টাফ রিপোর্টার : মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার দুর্গাপূজা উপলক্ষে পবা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২১টি পূজা মণ্ডপে এক যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সহকার অসীম কুমার।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) টুকটুক তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক জামান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, স্ব স্ব মন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সেই লক্ষ্যে প্রত্যেকটি মন্দিরে পুলিশ, আনসার ও পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দসহ স্বেচ্ছাসেবক দলের সদস্য মোতায়েন করা হয়েছে। কোন বিশৃঙ্খলা সৃষ্টির হওয়ার সুযোগ নেই। অন্যান্য বছরের চেয়ে এ বছর আরো শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করা হচ্ছে। উপজেলা প্রশাসন দূর্গাপূজা উপলক্ষে কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না। ধর্মীয় ভাবগাম্ভীর্যে যাতে সনাতন ধর্মালম্বীরা দুর্গাপূজা করতে পারেন, সেজন্য মণ্ডপে মণ্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।